সড়ক দুর্ঘটনায় নিহত বালাগঞ্জ উপজেলা এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী মোশারফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৯ আগস্ট) সকাল ১১টায় দিনাজপুরে
২য় জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এরআগে প্রকৌশলী মোশারফ হোসেন (৪৪) গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালাগঞ্জ-তাজপুর সড়কের স্থানীয় বোয়ালজুড় বাজার এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
জানা যায়, গত শনিবার সন্ধ্যায় প্রকৌশলী মোশারফ হোসেন সরকারি দায়িত্বপালন শেষে বালাগঞ্জ সদরে ফেরার পথে স্থানীয় বোয়ালজুড় বাজার এলাকায় বালাগঞ্জ-তাজপুর সড়কে একটি ট্রাকের সাথে সংঘর্ষে দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে প্রথমে তাজপুর প্যারাডাইস হাসপাতাল এবং
পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ধারণা করা হচ্ছে তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা চেইনম্যান আহত রুবেল আহমদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। ঘটনার পর সংশ্লিষ্ট ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাক আটক করা হয়েছে ।
এদিকে নিহত মোশারফ হোসেনের মৃতদেহ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়ার আগে গত রোববার বিকেলে সাড়ে ৪টার দিকে তার কর্মস্থল বালাগঞ্জের উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী এনামুল
কবির, বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী এসআর এমজি কিবরিয়াসহ বিভিন্ন কর্মকর্তা শরিক হন।
পরে নিহতের স্বজনরা রোববার বিকালে এ্যাম্বুলেন্সযোগে মরদেহ নিয়ে বালাগঞ্জ থেকে দিনাজপুর মরহুমের বাড়ীর উদ্দেশ্য রওনা দেন। মাত্র ৮বছর বয়সী এক পুত্রসন্তানের জনক প্রকৌশলী মোশারফ হোসেনের মর্মান্তিক মৃত্যুতে বালাগঞ্জের বিভিন্ন শ্র্রেণি-পেশার নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শোক প্রকাশ করছেন।
আলাপকালে শোকাহত বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী এসআর এমজি কিবরিয়া জানান, উপপ্রকৌশলী মোশারফ হোসেনের লাশ (আজ) সোমবার সকাল ৭টার দিকে তাহার নিজবাড়ীতে পৌঁছে গেছে। সকাল ১১টার সময় মরহুমের ২য় জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার করা রয়েছে। মামলার বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কেহ আগ্রহ দেখাননি। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি।
আলাপকালে বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মুহাম্মদ নাজমুল হাসান জানান, ট্রাক আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।