বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

বিশ্বকাপ দলে জায়গা পেলেন বালাগঞ্জের আবু জায়েদ রাহী



আবু জায়েদ চৌধুরী রাহী

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দলে পঞ্চম পেসার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন সিলেটের বালাগঞ্জের আবু জায়েদ রাহী। বাংলাদেশের হয়ে টেস্ট ও টি-টোয়েন্টিতে অভিষেক হলেও ওয়ানডেতে অভিষেক হয়নি এই পেসারের। বাংলাদেশের হয়ে মাত্র ৫ টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন রাহী। আর এতেই বিশ্বকাপ দলে জায়গা করে নিলেন এই পেসার!

বাংলাদেশের বিশ্বকাপ দলে ১৩ জনকে নিয়ে যে খুব একটা দ্বিধা নেই, বিসিবি সভাপতি কিংবা নির্বাচকেরা আকারে-ইঙ্গিতে নানা সময়ে বলেছেন। ১৫ জনের স্কোয়াডে বাকি দুজন কে, সেটি নিয়েই ছিল যত কৌতূহল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দুপুরে বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলটাও দিয়ে দিয়েছেন নির্বাচকেরা। বিশ্বকাপের দল ১৫ জনের হলেও আয়ারল্যান্ডের দলে আছেন ১৭ জন।

পেস আক্রমণে মাশরাফি, রুবেল, মোস্তফিজ, সাইফউদ্দিনের থাকাটা বিসিবি সভাপতি নিজেই নিশ্চিত করেছিলেন। কিন্তু পঞ্চম পেসারের জায়গায় তাসকিন আহমেদ নাকি শফিউল ইসলাম—দুজনের কথা ঘুরেফিরে এসেছে। এখানেই চমকে দিয়েছেন নির্বাচকেরা। এখনো ওয়ানডে অভিষেক না হওয়া আবু জায়েদ রাহীকে ইংলিশ কন্ডিশন বিবেচনায় বিশ্বকাপ দলে ডেকে নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেই ওয়ানডে খেলার অভিজ্ঞতা পাওয়ার সমূহ সম্ভাবনা আবু জায়েদের।

প্রধান নির্বাচক জানিয়েছেন ইংল্যান্ড কন্ডিশন মাথায় রেখে এবং সুইং বোলারের কথা চিন্তা করে আবু জায়েদকে দলে রেখেছে তাঁরা।

“সিলেকশন প্যানেলের আলোচনায় শফিউলকে অভিজ্ঞ বলে এগিয়ে রেখেছিলাম। সুইং বোলারের চিন্তা করে রাহীর কথা মাথায় এসেছে। রাহী নিউজিল্যান্ডের কন্ডিশনে টেস্ট খেলেছিল। ওর বোলিংয়ে সুইং আছে, আমরা এটা চাচ্ছিলাম। যেহেতু ইংলিশ কন্ডিশনে খেলা, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আছে। জুন মাসে ঠাণ্ডা বেশি থাকে, তাপমাত্রা কম থাকে। ফাস্ট বোলার অতিরিক্ত একজন সাথে রাখলে আমাদের জন্য প্লাস পয়েন্ট। এই চিন্তা করেই রাহীকে রাখা হয়েছে।”

বিশ্বকাপে মাশরাফির পাশাপাশি পেসার রয়েছেন মুস্তাফিজ ও রুবেল। এছাড়াও পেসার অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। মাশরাফির সঙ্গে মুস্তাফিজের থাকাটা নিশ্চিত। তৃতীয় পেসার কে থাকবেন সেটা বলাটা অনেক মুশকিল।

উল্লেখ্য, আবু জায়েদ রাহী সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের জামালপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল খালিক চৌধুরীর কনিষ্ট পুত্র।

বাংলাদেশের বিশ্বকাপ দল

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!