গ্রন্থে মোট ৩১টি কবিতা ও ২৯টি গান প্রকাশ পেয়েছে। বইটি প্রকাশ করেছে বাংলাদেশ পোয়েটস ক্লাব।
আড্ডায় কবিতা পাঠ, আলোচনা এবং গান পরিবেশনে অংশ নেন – কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, কবি ফাতেমা ইসরাত রেখা, কবি এসএম নজরুল ইসলাম, কবি শামীম আরা জামান সীমা, নবাব সালেহ আহমদ, জালাল আহমদ, কবি মোহাব্বত হোসেন খান, কবি নুসরাত সুলতানা, আব্দুল মান্নান,কল্পনা খান, মোঃ দীন ইসলাম, হাসু কবির,সৈয়দ কামরুল হাসান, মিরাজ খান, নাজমা খাতুন, সাথী আক্তার মনি প্রমুখ।