কর্মসূচির শুরুতে সকাল ১১টায় র্যালি অনুষ্ঠিত হয়। স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ, নাত, ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ২টায় মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফফার বকুল। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ।
শ.ম জাহাঙ্গীর আলমের পরিচালনায় কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি সিরাজ উদ্দিন, মরম মিয়া, শাহ ছালিক মিয়া, খন্দকার আলী আহমদ, হাফিজ শাহিন আহমদ, ডা. আহমদ আলী, তুরন মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সমাজকর্মী আব্দুল মুকিত শরীফ, মুশাহিদ শিকদার, রুশন মিয়া, জাহেদ আহমদ, জামাল আহমদ, মাদ্রাসার সুপার মাওলানা নওশাদ আহমদ, হিফজ বিভাগের প্রধান হাফিজ আলী হোসেন, শিক্ষক জুবের আহমদ, ক্বারী আজমল আলী, মো. আল আমিন আহমদ প্রমুখ।