রবিবার, ১০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন



‘কোভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুন করে টেকসই বিশ্ব করি ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে ও সি আর পির সহযোগিতায় ফেরিঘাটে অবস্থিত স্থায়ী কার্যালয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. আকরাম হোসেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েলের সঞ্চালনায় সভাপতিত্ব করের উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. সাহিদ আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হনুফা বেগম, সহ-সাধারণ সম্পাদক হালিমা বেগম, সাংগঠনিক সম্পাদক চেরাগ আলী, দপ্তর ও প্রচার সম্পাদক মো. সুলেমান মিয়া, কোষাধ্যক্ষ পারুল বেগম, মহিলা বিষয়ক সম্পাদক রুমা বেগম, নির্বাহী সদস্য ফাতেমা জান্নাত, শিরিনা আক্তার, মুন্নী বেগম, বাবলু দাস, অনিকা বিশ্বাস, রিজা বেগম, রাণী বেগম, তরিকুল ইসলাম- প্রমুখ। বিজ্ঞপ্তি
শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!