রাশিয়া বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে গোল করে ম্যারাডোনাকে ছুঁয়ে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার পর্তুগাল-মরক্কো ম্যাচে খেলার ৪ মিনিটে করা রোনালদোর গোলের আগ পর্যন্ত – বিশ্বকাপে ৬টি গোল করে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে ছিলেন ডিয়াগো ম্যারাডোনা। কিন্তু বুধবার মরক্কোর বিপক্ষে খেলার ৪ মিনিটের সেই গোলে ম্যারাডোনাকে ছুঁয়ে ফেলেন রোনালদো। কারণ চলমান রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করায় অধিনায়ক হিসেবে রোনালদোর গোল ছিল ৫টি।
পরবর্তী ম্যাচে আর মাত্র একটি গোল করলে বিশ্বকাপজয়ী অধিনায়ক ম্যারাডোনাকে টপকে যাবেন ক্রিস্টিয়ানো রোনালদো।