বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়া এবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হয়েছেন। তিনি বোয়ালজুর ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউসিসিএ লিঃ বালাগঞ্জের টানা দু’বারের চেয়ারম্যান হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া মোঃ আনহার মিয়া রাজনীতির পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের দায়িত্বপালন এবং পৃষ্ঠপোষকতার সাথে জড়িত রয়েছেন।