রিপন চন্দ্র শীল : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২য় সমাবর্তন আগামী রবিবার (২৪ ফেব্রুয়ারী) কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের গ্রেজুয়েটদের নিয়ে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
উক্ত সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণীতে সেরা ফলাফল অর্জনের জন্য চ্যান্সেলর স্বর্ণপদক পাচ্ছেন ৬ জন এবং স্নাতকোত্তরে সেরা ফলাফল অর্জনের জন্য ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক পাচ্ছেন ৫ জন শিক্ষার্থী।
চ্যান্সেলর স্বর্ণপদক প্রাপ্ত ৬জন হলেন – বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ২০০৮-২০০৯ সেশনের শিক্ষার্থী শুভ ভৌমিক, কম্পিউটার সাইন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী সাইফুল ইসলাম, মাইক্রোবায়োলজি বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী সুমিতা রানী সাহা, মাইক্রোবায়োলজি বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী নিক্কন সরকার, ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী আফসানা কবির দিপ্তী এবং অ্যাগ্রিকালচার বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী সাবিয়া খান।
এছাড়াও ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক প্রাপ্ত ৫ জন হলেন – বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী মোঃ শামসুল আলম পাটোয়ারী, একি বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান, মাইক্রোবায়োলজি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী মোঃ শাহিদুল ইসলাম, মাইক্রোবায়োলজি বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী সুমিতা রানী সাহা, মাইক্রোবায়োলজি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী নিক্কন সরকার।
স্বর্ণপদক প্রাপ্তরা ২৪ তারিখ যাথাক্রমে রাষ্ট্রপতি এবং ভাইস-চ্যান্সেলরের হাত থেকে তাঁদের সম্মাননা স্মারক গ্রহণ করবেন।