শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে ঘরের দলিলসহ চাবি পেলেন ৪২জন



মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে বালাগঞ্জে ঘরের দলিল ও চাবি পেলেন ৪২জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মঙ্গলবার (২৬ এপ্রিল) ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ এসব ঘর পেয়ে দুস্থ ও অসহায় মানুষগুলোর ঈদ আনন্দে নতুন মাত্রা যুক্ত হবে।

এ উপলক্ষে স্থানীয়ভাবে বালাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপকারভোগীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তারের সভাপতিত্বে এ আয়োজনে উপস্থিত ছিলেন – সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ এম এ মতিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ কর্ণ চন্দ্র মল্লিক, পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান শিহাবউদ্দিন শিহাব, পূর্বগৌরিপুরের ইউপি চেয়ারম্যান এম মুজিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাবুদ্দিন শাহীন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুল হক সরকার, উপজেলা সমাজ সেবা অফিসার জুয়েল আহমদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মুহিবুর রহমান, পিআইও প্রীতিভুষন দাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্ত্তী, মুক্তিযোদ্ধা সুলেমান আলী, আপ্তাব আলী, গৌরাঙ্গ নমসুত্র, এস আই জহর দাস প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!