রবিবার, ১০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কমলগঞ্জে চলন্ত কালনী ট্রেন হতে যুবকের লাফ!



মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ স্টেশনে সিলেটগামী চলন্ত কালনী ট্রেন হতে লাফ দিয়ে নামতে গিয়ে মো: মইনুল ইসলাম ( ২২) নামে এক যুবক গুরতর আহত হয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ জুন (বৃহস্পতিবার) ঢাকা হতে আসার সময় ভানুগাছ ষ্টেশনে রাত আনুমানিক ৯ ঘটিকার দিকে ঘটে এ দুর্ঘটনা ঘটে। আহত যুবকের বাড়ি কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মখাবিল গ্রামে। সে মৃত সাহাবুদ্দীনেরর ছেলে।

ভানুগাছ ষ্টেশন মাষ্টার সেলিম আহমদ জানান, সিলেটগামী কালনী ট্রেনটি যখন ভানুগাছ ষ্টেশন অতিক্রম করছিল তখন হঠাৎ করে চলন্ত ট্রেন হতে মো:মইনুল ইসলাম লাফ দিয়ে নামতে গেলে মারাত্মক ভাবে আহত হন। এবং দ্রুত স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান । তিনি আরো বলেন, কালনি ট্রেন শমসেরনগর ষ্টেশনে যাত্রা বিরতি করে থাকে। ধারনা করা হচ্ছে যুবক মইনুল ইসলাম কালনী ট্রেন না থামায় চলন্ত গাড়ি হতে নামার চেষ্টা করায় এ দুর্ঘটনাটি ঘটে।

মইনুল ইসলামের চাচা আব্দুল খালিক জানান, স্থানীয়রা মইনুল ইসলামকে উদ্ধার করে কমলগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আকরামুজ্জামান তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সে  ঢাকার একটি টেইলার্সের দোকানে কর্মরত ছিল এবং বাবার চল্লিশ দিনের সিরনীতে যোগ দেয়ার জন্য ঢাকা থেকে বাড়ি ফিরছিলো।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!