ভানুগাছ ষ্টেশন মাষ্টার সেলিম আহমদ জানান, সিলেটগামী কালনী ট্রেনটি যখন ভানুগাছ ষ্টেশন অতিক্রম করছিল তখন হঠাৎ করে চলন্ত ট্রেন হতে মো:মইনুল ইসলাম লাফ দিয়ে নামতে গেলে মারাত্মক ভাবে আহত হন। এবং দ্রুত স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান । তিনি আরো বলেন, কালনি ট্রেন শমসেরনগর ষ্টেশনে যাত্রা বিরতি করে থাকে। ধারনা করা হচ্ছে যুবক মইনুল ইসলাম কালনী ট্রেন না থামায় চলন্ত গাড়ি হতে নামার চেষ্টা করায় এ দুর্ঘটনাটি ঘটে।
মইনুল ইসলামের চাচা আব্দুল খালিক জানান, স্থানীয়রা মইনুল ইসলামকে উদ্ধার করে কমলগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আকরামুজ্জামান তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সে ঢাকার একটি টেইলার্সের দোকানে কর্মরত ছিল এবং বাবার চল্লিশ দিনের সিরনীতে যোগ দেয়ার জন্য ঢাকা থেকে বাড়ি ফিরছিলো।