শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জে টিলার গর্ত খুঁড়ে উদ্ধার করা হলো দুটি বিদেশি পিস্তল



সুনামগঞ্জ ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সীমান্তে পাহাড়ি টিলার মাটি খুঁড়ে দুটি বিদেশি পিস্তল ও একটি গুলির ম্যাগজিন উদ্ধার করেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) জিডি মুলে উদ্ধারকৃত দুটি পিস্তল ও গুলি বিহিন ম্যাগজিন সুনামগঞ্জের মধ্যনগর থানায় জমা দেয়া হয়েছে।

মঙ্গলবার রাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক মো. মাকসুদুল আলম আর্টিলারী এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি অধিনায়ক আরো জানান, ব্যাটলিয়নের ধর্মপাশার মধ্যনগর থানার বাঙ্গালভিটা বিওপির বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দায়িত্বপূর্ণ এলাকার একটি পাহাড়ি টিলার গর্ত খুঁড়ে দুটি বিদেশি পিস্তল ও গুলি বিহিন একটি ম্যাগজিন উদ্ধার করেন।
ধারণা করা হচ্ছে পিস্তল গুলো গত ৭ হতে ৮ বছর পূর্বে কোন দুবৃক্ত চক্র বা অস্ত্র চোরাকারবারী টিলার মাটির নিচে পুঁতে রেখেছিল।

মধ্যনগর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, পিস্তল দুটি ও ম্যাগজিন আদালতে জমা দেয়া হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!