এসব অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। তিনি বলেন, প্রবাসীরা পরিবার পরিজন তথা দেশের জন্য জীবন যৌবন অর্থ সবকিছু দিয়ে থাকেন। তাঁরা নাড়িরটানে দূরপ্রবাসে গায়ের ঘাম ঝরিয়ে দেশে অর্থ পাঠান। আমরা তাঁদেরকে যথাযত মূল্যায়ন করতে হবে। আসুন সবাই তাঁদের জন্য প্রাণ ভরে দুয়া করি। আল্লাহ যেন সর্বদা সহায় থাকেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, সেবু আক্তার মনি, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন, বিএনপি নেতা শেখ আলাউদ্দিন রিপন, শেখ জামাল আহমদ খলকু, সাইফুল আহমদ শেফুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্মসাধারণ সম্পাদক এমরানুর রহমান ইমরান, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন ইমন শাহ, অর্থ সম্পাদক এস এম হেলাল, সাংবাদিক জাগির হোসেন, সালমান মিয়া, সমাজকর্মী জুনেদ রশীদ চৌধুরী, এনামুল হক মকদ্দছ, জেল সাবুল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাজী জসিম উদ্দিন।