গত ১ এপ্রিল (সোমবার) পূর্ব লণ্ডনের স্থানীয় মুনসন রেস্টুরেন্টে বঙ্গবন্ধু ফাউন্ডেশন লণ্ডন মহানগরের সভাপতি জনাব শামসুদ্দিন তালুকদার শামসের আমন্ত্রণে নৈশভোজ এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক’ এক সেমিনার অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সভাপতি জনাব শামসুদ্দিন তালুকদার শামসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ার জাহানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি জনাব মিজানুর রহমান সেবুল, সেমিনারে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জনাব এম এ গণি। তাছাড়া প্রধান অতিথি ও সেমিনারের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন – ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক জনাব ড. মিসবাহ কামাল। উপস্থিত ছিলেন – ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা জাননাতুল ফেরদৌসী, সঙ্গীত শিল্পী সুমন আহমেদ ও জাননাতুল কাওসারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক হেলাল, যুক্তরাজ্য বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি পীর আব্দুল কাইয়ুম, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিলু মিয়া তালুকদার, জাকির হোসেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুস শহীদ, লন্ডন মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতিদের মধ্যে জনাব আখতার হোসেন বাবলু, মতিউর রহমান, সায়েদ আহমেদ শাহীন, সাজ্জাদুর রহমান, যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান, রানা আব্দুল্লাহ, সাহেল আহমেদ তপাদার। সাংগঠনিক সম্পাদকদের মধ্যে – রাসেল সিরাজ, আবু ছলমান মুরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক কামরান কমর। ট্রেজারার – আছাওর আলী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাজিদুর রশিদ, কার্য নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মারুফ আহমেদ, মুহিত খান, সামসুল খান লিটন আহমেদ চৌধুরী সহ আরো অনেক বঙ্গবন্ধু প্রিয় মানুষজন।
পরিশেষে ফাউন্ডেশনের সভাপতি শামস উদ্দিন তালুকদার শামস উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সবার সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন ।