আগামী ২৮জুলাই অনুষ্ঠিতব্য সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের উপ-নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিকের সমর্থনে তথা লাঙ্গল মার্কার সমর্থনে জাতীয় পার্টির বালাগঞ্জ উপজেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) বিকালে উপজেলা সদরে একটি কমিউনিটি সেণ্টারে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. কুনু মিয়া।
জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মরতুজা আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান আলতাফ, বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. ফজলু মিয়া, সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া প্রমুখ।
সভায় গঠিত বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন- মো. ফজলু মিয়া, আব্দুর রহিম, মো. মুক্তার মিয়া, হরেশ চন্দ্র দাস, মো. আনহার মিয়া, আশরাফ মিয়া, আলী হোসেন হুশিয়ার, তুরন শিকদার, ময়নুল ইসলাহ, মির্জা আতিক, মনফর মিয়া, সমরু মিয়া, সালেহ আহমদ, কামাল মিয়া, ছানাওর আল গেদনী, শাহজাহান, আব্দুল মুছব্বির, আখলু মিয়া, আজিজুল হক, আমীর আলী, হুমায়ুন রশীদ, ইয়াওর আলী, বাবুল মিয়া, মশাহিদ আলী।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনে আলহাজ্ব আতিকুর রহমান আতিককে বিজয়ী করতে লাঙ্গল মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য পার্টির সর্বস্তরের নেতাকর্মী এবং বালাগঞ্জবাসীর প্রতি আহবান জানান।