রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ‘দেশরত্ন শেখ হাসিনা সেতু’ বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান



বালাগঞ্জের বড়ভাঙ্গা নদীর ওপর নির্মিতব্য ‘দেশরত্ন শেখ হাসিনা সেতু’ বাস্তবায়নের দাবিতে সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম’র কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সেতু বাস্তবায়ন পরিষদের আহবায়ক মো. হারুন মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. আশিক মিয়া এবং সদস্য সচিব আবুল কাশেম অফিক।
স্মারকলিপিতে দ্রুততম সময়ে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের শেষ প্রান্তে উপজেলা সদরে বড়ভাঙ্গা নদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নির্মিতব্য এ সেতু বাস্তবায়নের দাবি জানানো হয়। স্মারকলিপির অনুলিপি পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, বালাগঞ্জ উপজেলা সদরে বড়ভাঙ্গা নদীর ওপর নির্মিতব্য ‘দেশরত্ন শেখ হাসিনা সেতু’র নির্মাণ কাজ প্রায় ৩বছরেও শেষ হয়নি। ২০১৮ সালের ১৮এপ্রিল জাকজমকপূর্ণ পরিবেশে ভিত্তিস্থাপন অনুষ্ঠানের মাধ্যমে কাজ শুরুর পর কয়েক মাসের মধ্যেই তা বন্ধ হয়ে পড়ে। বর্তমানে কয়েকটি পিলার ঠাঁয় দাঁড়িয়ে আছে। নির্মাণ কাজ বন্ধ থাকায় উপজেলাবাসীর মধ্যে তীব্র হতাশা বিরাজ করছে। স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গণে ‘দেশরত্ন শেখ হাসিনা সেতু’র ভিত্তিস্থাপনের ফলক উন্মোচন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। অনুষ্ঠানে বালাগঞ্জ উপজেলা পরিষদের তৎকালিন চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদাল মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হকসহ জনপ্রতিনিধি, রাজনীতিক, সাংবাদিকসহ বিপুল সংখ্যক স্থানীয় নাগরিক উপস্থিত ছিলেন। সেতু নির্মাণ কাজ বর্তমানে ‘প্রায় পরিত্যক্ষ’ পড়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণকৃত ‘দেশরত্ন শেখ হাসিনা সেতু’ আদৌ হবে কি-না কেউ সঠিক বলতে পারছেন না। এ নিয়ে উপজেলাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে। ইতোমধ্যে গত ১৫ ফেব্রুয়ারি বালাগঞ্জ বাজারে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!