বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের নির্মিতব্য প্রধান ফটকের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করা হয়েছে। যুক্তরাজ্যস্থ গহরপুর অ্যাসোসিয়েশনের সভাপতি, শিক্ষানুরাগী মো. আবুল মিয়ার অর্থায়নে এ ফটক নির্মাণ করা হবে বলে কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আফম শামীম জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৬মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফটক নির্মাণ কাজের ভিত্তিস্থাপন করা হয়। এ সময় কলেজ গভর্নিং বডির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আফম শামীম, প্রধান শিক্ষক খলিলুর রহমান, যুক্তরাজ্যস্থ গহরপুর অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল মিয়া, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির প্রতিষ্ঠাতা আব্দুল মতিন, নর্থইস্ট বালাগঞ্জ কলেজ পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন নুরু, সাবেক ইউপি সদস্য মো. ইলিয়াস মিয়া, মধ্যপ্রাচ্য প্রবাসী রফিক মিয়া, বিশিষ্ট সমাজকর্মী শফিকুর রহমান, মাসুক মিয়া, মুজিবুর রহমান, আরফান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।