কমলগঞ্জ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কয়ছরের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন – কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ বেলাল চৌধুরী, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, গোলাম মুগ্নী মুহিত, আনছার শোকরানা মান্না, সৈয়দ জামাল হোসেন, আফজাল হোসেন, রফিকুল ইসলাম রুহেল সহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এ সময় বক্তারা বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা ও পেনশন রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদান করতে হবে এবং পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদান করতে হবে। রাষ্ট্রীয় কোষাগার হতে অন্যান্য সুবিধা দিতে হবে। এ সময় তাদের দাবী আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তারা।