রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্ সংবর্ধিত



বালাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান, সিলেট জেলা যুবলীগ নেতা সামস্ উদ্দিন সামস্ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার (০২ জুলাই) দুপুরে উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এলাকাবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিন মিয়া। বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য সুহেল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সালেহ, জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুর রহমান চৌধুরী, দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম, কুবেরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুদু মিয়া, শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুল কবির, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সিলেট কর্ম সহায়ক উন্নয়ন সংস্থার সভাপতি কামরান হোসেন দারা, প্রবীণ সমাজকর্মী আবরু মিয়া, আব্দুর রশিদ পীর, আনসার মিয়া, শহিদ মিয়া জমির উদ্দিন, আব্দুল হান্নান, মজির উদ্দিন, মিসবাহ উদ্দিন, মাহতাবুর রহমান, রুহেল আহমদ, ডা. শাহ আব্দুল কাদির, মইনুল হক, ছিদ্দেক আলী, ছুবহান মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মাখন মিয়া, সদস্য সামস উদ্দিন, অভিভাবক কমিটির সভাপতি সৈদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তৃতাকালে সংবর্ধিত অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা সাম্ উদ্দিন সামস্ এলাকার উন্নয়ন, অগ্রগতির স্বার্থে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূইয়া, সংবর্ধিত অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্ সহ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন