বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

২১ নং ওয়ার্ড,  সিলেট সিটি কর্পোরেশন

নিজের কিছু কথা : গোলাম রহমান চৌধুরী রাজন (কাউন্সিলর প্রার্থী)



সিলেট জেলার ওসমানীনগর থানার (সাবেক বালাগঞ্জ) বেরাখাল গ্রামে আমাদের পরিবারের আদি নিবাস। স্বাধীনতার পরপরই আমাদের পরিবার সিলেট নগরীর টিলাগড়ের শাপলাবাগ আবাসিক এলাকার ৩ নং রোডে বাসা নির্মাণ করে বসবাস শুরু করে ।

আমার বাবা জনাব আব্দুস সাত্তার চৌধুরী একজন মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ, শিক্ষা ও সমাজ হিতৈষী ব্যক্তি। টিলাগড়-শিবগঞ্জ এলাকাসহ এই নগরীর বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল-মাদ্রাসা-মসজিদ-সংঘ প্রতিষ্টা এবং নানা সমাজ কল্যাণমূলক কর্মকান্ডের সাথে তিনি জড়িত ছিলেন । টিলাগড়-শিবগঞ্জ দুটি এলাকার মুরব্বি ও সমাজকর্মীদের সাথে আমার বাবার গভীর হৃদতাপূর্ণ ঘনিষ্ট সম্পর্ক ছিল এবং আছে। আমার বড় ভাই জনাব অ্যাডভোকেট গোলাম ছোবহান চৌধুরী দিপন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী।

গোলাম রহমান চৌধুরী রাজন

আমার শৈশব,কৈশোর ও বেড়ে উঠা এই এলাকার আলো বাতাস, ধুলা ও মানুষের সংস্পর্শে থেকে । আমার শিক্ষাজীবন কেটেছে এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে । রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্র অবস্থা থেকেই রাজনীতিতে জড়িত হওয়া এবং নানা ঝড় -ঝাপটার মধ্য দিয়ে চলা রাজনৈতিক জীবনে নানা সময়ে আমি ও আমার পরিবার নানা ক্ষতির শিকার হয়েছি । তারপরও প্রাপ্তি আছে । আমার রাজনৈতিক জীবনে প্রাপ্তি হলো মানুষের সংস্পর্শে থাকা এবং মানুষের ভালবাসা পাওয়া । আমার নানা দুর্যোগের সময়ে তার পরিচয় আমি এবং আমার পরিবার পেয়েছে । সে কারণে আমরা মানুষের কাছে কৃতজ্ঞ ।

ছবিতে : ডান থেকে (দ্বিতীয়) গোলাম রহমান রাজন ও পাশে বড় ভাই এডভোকেট গোলাম সোবহান দিপন (তৃতীয়)

সিলেট সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড একটি অবহেলিত, নাগরিক সুবিধা বঞ্চিত ও অনুন্নত ওয়ার্ড । সঠিক নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টার অভাবে এবং উন্নয়নে জনগণের সম্পৃক্ততা ও জন মতামতের প্রতিফলন না থাকায় টেকসই কোন উন্নয়ন এই ওয়ার্ডে পরিলক্ষিত হয়নি । সে কারণে সঠিক ও দক্ষ নেতৃত্ব নির্বাচন আবশ্যক । এখন এই ওয়ার্ডে নেতৃত্বের পরিবর্তন মানুষের দাবি হয়ে উঠেছে । এরকম এক সময় ও প্রেক্ষাপটে নিজের সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার থেকে, ওয়ার্ডের উন্নয়নে নিজেস্ব পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নের স্বপ্ন থেকেই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি । এই ওয়ার্ডের নবীন-প্রবীণ, নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিক ভাই-বোনদের আমার প্রতি সমর্থন ও সহযোগীতার হাত বাড়িয়ে দিতে আহবান জানাচ্ছি ।

এই ওয়ার্ডের মুরব্বিদের প্রজ্ঞাময় পরামর্শ ও তারুণ্যের উদ্দীপনা ও কর্মশক্তি নিয়ে একটি আধুনিক মডেল ওয়ার্ড গঠনই আমার স্বপ্ন ও অঙ্গীকার।

লেখক : রাজনীতিবিদ, কাউন্সিলর প্রার্থী – ২১ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!