বালাগঞ্জ ও ওসমানীনগরে সাকিবকে বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিরাট মোটর শোভাযাত্রা সহকারে তাজপুর থেকে বালাগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে বালাগঞ্জ পশ্চিমবাজারে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলনের পরিচালনায় যুব বিশ্বজয়ী ক্রিকেটার তানজিম হাসান সাকিবকে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন – বালাগঞ্জ উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহী, উপজেলা ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক মোঃ জুনেদ মিয়াসহ সাংবাদিকদের মধ্যে – সময় টিভির ইকরামুল কবির ইকু,আবু বক্কর, শাহাবুদ্দিন শাহীন, জিল্লুর রহমান জিলু, মোঃ কাজল মিয়া, মোঃ ফজলু মিয়া, জাগির হোসেন, যুবনেতা এম এ মালেক, সাইফুল ইসলাম শেফুল, শাবুল আহমদ, শাহজাহান, আখতারুজ্জামান রাসেল, ছাত্রনেতা জুয়েল আহমদ, আজমুল হোসেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।
এর আগে তাজপুর ডাকবাংলোয় ওসমানীনগর বাসীর উদ্যোগে সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সমিতির সভাপতি আব্দুল নুর জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন তানজিম হাসান সাকিব, ওসমানীনগর আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, সিনিয়র সহসভাপতি মোঃ আব্দাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অরুণোদয় পাল ঝলক, ওসমানীনগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল, বালাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আব্দুর রশীদ, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, ক্রিকেটার আওয়ামীলীগ নেতা জাহেদ আহমদ সুমন, সাংবাদিক মান্না চৌধুরী, আহবাব হোসেন, ফজলু মিয়া, যুবনেতা মইন উদ্দিন মোহন, হেলাল আহমদ, রানাসহ এলাকার সর্বসাধারণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।