বৃটেনে বাংলাদেশি বংশোদ্ভূত মুহাম্মাদ রুহুল আমিন আহমেদ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। সে কৃতিত্বের সাথে লণ্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছে ।
মুহাম্মদ রুহুল আমিন আহমেদ বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী মো. আরজু মিয়া (সলিম)-এর ২য় পুত্র। মুহাম্মদ রুহুল আমিন আহমেদ বর্তমানে যুক্তরাজ্যের একটি বেসরকারি কোম্পানির ডিজাইনার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন ।
উল্লেখ্য, মো. আরজু মিয়া দীর্ঘদিন থেকে বৃটেনে স্বপরিবারে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। তিনি দেশবিদেশে বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রবাসী কমিউনিটির সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি ছেলের উজ্জ্বল ভবিষ্যত কামনায় সকলের দোয়া চেয়েছেন।