রবিবার, ১০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়া বিশ্বকাপ ফাইনাল : আজ ফ্রান্সের বিশ্বসেরার দ্বিতীয় মুকুট ও ক্রোয়েশিয়ার শ্রেষ্ঠত্বের অভিষেকের লড়াই



আজ বিশ্বকাপের ফাইনাল। এই ফাইনাল হয় ফ্রান্সকে দেবে বিশ্বসেরার দ্বিতীয় মুকুট নতুবা ক্রোয়েশিয়াকে শ্রেষ্ঠত্বের অভিষেক। আর প্রকৃতপক্ষে লুঝনিকির ছোট্ট আকাশ ছাপিয়ে ফুটবল পৃথিবীর আকাশটাই রাঙা হয়ে উঠবে একটি রঙে। তেরঙা জাতীয় পতাকা হলেও ফ্রান্সের রং আসলে নীল। দুই রঙের জাতীয় পতাকা নিয়েও ক্রোয়েশিয়ার পরিচয় লালে। তাহলে আজ সন্ধ্যায় ফুটবল পৃথিবীর রং হবে নীল কিংবা লাল। লাল অথবা নীল। আর এটাই পৃথিবীজুড়ে জেগে থাকবে আগামী চারটি বছর। লড়াইয়ে জয়ী দলের হয়ে।

খেলা শেষে দেখা যাবে শিরোপা উঁচিয়ে ধরা কার হাতে

আগামী চার বছরের ফুটবল পৃথিবীর অধিকার নিতে আজকের লড়াইয়ে মুখোমুখি তারুণ্যদীপ্ত ফ্রান্সের সঙ্গে প্রতিজ্ঞাদীপ্ত ক্রোয়েশিয়ার। তারুণ্যের ফ্রান্স আবার অভিজ্ঞতায়ও ঋদ্ধ, মানে এই সোনার কাপটি একবার ছুঁয়ে দেখার অভিজ্ঞতা তাদের আছে। প্রতিজ্ঞাদীপ্ত ক্রোয়েশিয়া আবার অনভিজ্ঞও, মানে কাপটা ছুঁয়ে কখনো দেখা হয়নি যাদের। ২০ বছর আগে বেশ কাছে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছিল, শেষ চারে সেই স্বপ্ন ভেঙে দিয়েছিল এই ফ্রান্স।

তাই আজ জিতলে ক্রোয়েশিয়ার জন্য এটিই হবে আন্তর্জাতিক ফুটবলে কোনো বড় ধরনের ট্রফি জয়। আর ফ্রান্সের জন্য এটি অবশ্য নতুন কোনো ঘটনা নয়। গত ছয়টি বিশ্বকাপের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালে ওঠলো তারা। জিতলে বিশ বছর পর এটি হবে ফ্রান্সের দ্বিতীয় শিরোপা। এর আগে ১৯৯৮ সালের বিশ্বকাপ জিতেছিলো ফ্রান্স। আর কোচ দিদিয়ের দেশঁমের জন্য এটি তৃতীয় বিশ্বকাপ এবং তৃতীয় ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ হিসেবে ট্রফি জেতার স্বপ্ন দেখছেন তিনি।

৮৪ শতাংশ ফরাসি মনে করেন আজ ফাইনালে ক্রোয়েশিয়াকে হারাবে ফ্রান্স

অবশ্য পুরো টুর্নামেন্টেই ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে ফ্রান্স। এজন্য ফরাসিরা মনে করছেন তাদের প্রিয় দলই আজ জয়ের মুকুট মাথায় নিবে। ফ্রান্সের জনপ্রিয় সাপ্তাহিক ‘জুর্নাল দ্য দিমশে প্রকাশিত এক জরিপ বলছে শতকরা ৮৪ শতাংশ ফরাসি মনে করেন আজ ফাইনালে ক্রোয়েশিয়াকে হারাবে ফ্রান্স। যারা নিয়মিত ফুটবল দেখেন বা ভালবাসেন তাদের মধ্যে এ হার ৯০ শতাংশের উপরে।

অন্যদিকে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ দলটির দায়িত্ব নিয়েছেন মাত্র নয় মাস কিন্তু দল জিতলে তার জন্য এটা হবে জীবনের সেরা অর্জন। আর আজ যদি তাঁর দল শিরোপা জিতে তবে ফিফা র‍্যাংকিংয়ে বিশতম এই ক্রোয়েশিয়া হবে সবচেয়ে কম র‍্যাংকিং নিয়ে বিশ্বকাপ জেতা দল।

ফাইনালে জিতলে ক্রোয়েশিয়ার জন্য এটিই হবে আন্তর্জাতিক ফুটবলে কোনো বড় ধরনের ট্রফি জয়

তাছাড়া দেশটির জনসংখ্যা মাত্র চল্লিশ লাখের কিছু বেশি। যদিও এর চেয়ে কম জনসংখ্যা নিয়ে ১৯৩০ সালে শিরোপা জিতেছিলো উরুগুয়ে।

আর এবার যখন সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দিলো দালিচের দল তখন রীতিমত বন্য উৎসবে মেতে উঠেছিলো গোটা ক্রোয়েশিয়া। “ড্রিম, ড্রিম, ড্রিম! ক্রোয়েশিয়া ফাইনালে” -এটাই শিরোনাম করেছিলো স্পোর্টসকি নভসটি পত্রিকা। আর দালিচ বলেছিলো “এলিটদের তালিকায় পৌঁছানো হলো”। এখন আর মাত্র একটি ধাপ…তারপরেই ইতিহাস।

খেলা শেষে আসলে জানা যাবে এ স্বপ্ন পূরণের আনন্দে ভাসছে কি-না লাল, সাদা আর নীল পতাকা।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!