শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের গুলিতে কিশোরের মৃত্যু

ফ্রান্সে শান্তির ডাক দিলেন এমবাপ্পে



ট্রাফিক পুলিশের গুলিতে নাহেল নামের ১৭ বছর বয়সি এক কিশোরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গত মঙ্গলবার রাত থেকেই উত্তপ্ত গোটা ফ্রান্স। দেশটির বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে বিক্ষোভকারীদের। নাহেলের মৃত্যুর পর সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবার সহিংসতা থামাতে শান্তির ডাক দিলেন ফ্রান্স অধিনায়ক এমবাপ্পে।

বিশ্বকাপজয়ী এই ফুটবলার টুইটারে করা এক পোস্টে বলেন, এই সহিংসতাকে অবশ্যই বন্ধ করতে হবে। এছাড়া তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতেও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। এতে তিনি লিখেছেন, সহিংসতা কোন সমাধান হতে পারেনা। ফ্রান্সের সব মানুষের মতো আমরাও কিশোর নাহেলের মৃত্যুতে স্তব্ধ। প্রথমত তার পরিবারের জন্য আমাদের সমবেদনা। অবশ্যই এ ধরনের অগ্রহণযোগ্য মৃত্যুতে আমরা সংবেদশীল না হয়ে পারি না। এ ঘটনার পর আমরা জনসাধারণের ক্ষোভের প্রকাশ দেখতে পাচ্ছি, যেটা ভিত্তিওর মাধ্যমে আমরা বুঝতে পারছি। তবে ক্ষোভ প্রকাশের এ ধরনকে আমরা অনুমোদন করতে পারিনা। শ্রমজীবী শ্রেণীর আশপাশ থেকে উঠে আসা আমাদের অনেকেই এ বেদনা ও কষ্টের সঙ্গে পরিচিত।

এমবাপ্পে নিজে প্যারিসের স্থানীয় এবং এখানেই তিনি বড় হয়েছেন। তিনি ছিলেন কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। শান্তির ডাক দিয়ে তিনি আরও লিখেছেন, সহিংসতা কখনোই কোনো সমাধান করতে পারে না। সংঘাতে আপনাদের পরিবার, কাছের মানুষ ও স্বজনরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা যা ধ্বংস করছেন, তা আপনাদেরই সম্পদ। এ উদ্বেগজনক ঘটনায় আমাদের নাগরিক বিবেককে শান্তি ডাক দিতে হবে।

এই ফরাসি ফুটবলার আরও বলেন, নিজের আবেগ প্রকাশের আরও অনেক শান্তিপূর্ণ এবং গঠনমূলক উপায় রয়েছে। আমাদের শক্তি এবং চিন্তাকে অবশ্যই আরও কেন্দ্রীভূত করতে হবে। সহিংসতা ছেড়ে আমাদের আলোচনা এবং পুনর্গঠনের কথা ভাবতে হবে। ১৭ বছর বয়সী নাহেলের মৃত্যুর পরও একটি টুইট করেছিলেন এমবাপ্পে। তাতে তিনি লিখেছিলেন, ফ্রান্সের জন্য আমার কষ্ট হচ্ছে। এই পরিস্থিতি অগ্রহণযোগ্য। ছোট এক দেবদূত খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেল।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!