সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের নবীন বরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন



বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ ও আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন আব্দুল আজিজ মাসুক। ছবি : বালাগঞ্জ প্রতিদিন

২৮ জুলাই শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কলেজের আজীবন দাতা সদস্য ও আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশনের প্রতিষ্টাতা সভাপতি আব্দুল আজিজ মাসুক।

সভাপতির বক্তব্য রাখছেন আফম শামীম। ছবি : বালাগঞ্জ প্রতিদিন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্ণিংবডির সভাপতি, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফম শামীম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মুনিম। ছবি : বালাগঞ্জ প্রতিদিন

কলেজের অধ্যক্ষ আব্দুল মুনিমের স্বাগত বক্তৃতার মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন গভর্ণিংবডির সদস্য তজমুল আলী, এনায়েতুর রহমান রাজু, আতিকুর রহমান, মখলিছুর রহমান, সফিকুল হক চৌধুরী, রুকিয়া বেগম, সাবেক সদস্য আব্দুল জলিল বেলাল, মো. হারুন মিয়া, সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, প্রভাষক ছালেহ আহমদ, প্রভাষক কয়েস আহমদ, প্রভাষক ইকবাল হোসেন, প্রভাষক গউছ উদ্দিন, প্রভাষক এমবি লিটন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন, কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাবিনা বেগম, ছাদিকুর রহমান, একাদশ শ্রেণির খাদিজা বেগম সাইমা প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষাথী জাকির আহমদ।

অনুষ্ঠান পরিচালনা করছেন প্রভাষক জাকারিয়া টিপু। ছবি : বালাগঞ্জ প্রতিদিন

অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক জাকারিয়া টিপু। নবীন বরণ অনুষ্ঠানের শেষ পর্যায়ে আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশনের পক্ষ থেকে কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ২২কৃতি শিক্ষার্থীর মধ্যে মেধা বৃত্তি ও সনদ প্রদান করা হয়।

আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি সনদ দেয়া হচ্ছে। ছবি : বালাগঞ্জ প্রতিদিন

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আব্দুল আজিজ মাসুক এবং গভর্ণিং বডির সভাপতি আফম শামীমকে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে বরণ করা হয়।

উপস্থিত শিক্ষার্থীরা। ছবি : বালাগঞ্জ প্রতিদিন

অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত উপস্থিতি ছিলো।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!