বালাগঞ্জ উপজেলা সদরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত সাড়ে ১১টায় ‘চৈতী ডিজিটাল ফটোষ্টুডিও এ- ফটোষ্ট্যাট’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান এ বিষয়ে আলাপকালে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
স্থানীয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার পরপর বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের সত্বাধিকারী সুখেন্দু দাস অমল জানিয়েছেন, ষ্টুডিও’র কম্পিউটার, ফটোষ্ট্যাটসহ অনেক মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।