বালাগঞ্জে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (১০মে) রাতে উপজেলার মধুরাই ইসলামি যুব সংঘের উদ্যোগে গ্রামের ৩০জন গরিব, অসহায় ও বিধবাকে পুরো রমজান মাসের জন্য খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
গ্রামের প্রবাসীদের অর্থায়নে এ খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী দুলাল হোসেন চৌধুরী, আক্তার হোসেন চৌধুরী, মুকিত আহমেদ চৌধুরী, মোস্তাক আহমদ চৌধুরী, গনি মিয়া, ফখর উদ্দিন, কুটুর মিয়া, রফিক মিয়া, মধুরাই ইসলামি যুব সংঘের সভাপতি শাহরিয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. বদরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।