বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আজিজপুর বাজারে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের আহবায়ক আলাল মিয়া। সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আনহার মিয়া, মো. তারা মিয়া, হাজী সায়েস্তা মিয়া, সদস্য মিজানুর রহমান, নীল মণি ধর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নেছার আলী, আওয়ামী লীগ নেতা সামসুদ্দিন সামু, ইউনিয়ন যুবলীগের সভাপতি খলকু মিয়া, সাংগঠনিক সম্পাদক ইসমাইল আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল আহমদ, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন আজিজপুর শাখার সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন আহমদ ময়না, ছাত্রলীগ নেতা শিহাব উদ্দিন, ঝলক কান্তি দাস, টুনু মিয়া প্রমুখ।
সভায় মোহাম্মদ আলীকে আহবায়ক এবং আব্দুল আলী, জিলা মিয়া, আছদ মিয়া, দিলীপ দাস, নেছার মিয়া, মায়ন মিয়া, আনা মিয়া এবং আব্দুল মালিককে যুগ্ম আহবায়ক করে ইউনিয়ন কৃষকলীগের ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।