সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফেনী লালপোল সোলতানিয়া মাদ্রাসার ৩১তম বার্ষিক মাহফিল সম্পন্ন



এম এ মাজেদ, ফেনী ফেনী সদরের ঐতিহ্যবাহী মাদ্রাসা লালপোল জামেয়া সোলতানিয়া মাদ্রাসার ৩১তম বার্ষিক ওয়াজ মাহফিল মাদ্রাসার মুহতামিম পীরে কামেল মাওলানা কাসেম এর সভাপতিত্বে শনিবার সকাল ৮টা খেকে শুরু হয়। মাহফিলে প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেন ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদীস হযরত মাওলানা নুরুল ইসলাম আদিব।

মুফতি ইলিয়াস বিন নাজেম ও মুফতি আলাউদ্দীন নুরীর যৌথ পরিচালনায় আরো বয়ান পেশ করেন ফেনী রশিদিয়া মাদ্রাসার মুহতামিম পীরে কামেল হযরত মাওলানা মুফতি শহিদুল্লাহ, বেফাকের পরিক্ষক মুফতি আবু ইউসুফ,মাদানিয়ার নায়েব মুহতামিম মুফতি আহমদুল্লাহ,নব মুসলিম মাওলানা শরীফ, হযরত মাওলানা ইব্রাহিম,মুফতি রহিমুল্লাহ,মহিপাল কেন্দ্রীয় মসজিদের খতিব হযরত মাওলানা তৈয়ব সুলতানী, মুফতি ইউসুফ কাসেমী, হাফেজ মাওলানা তাহের, হযরত মাওলানা আনাস সুলতানি, মুফতি সামসুদ্দোহা, হযরত মাওলানা এমদাদুল্লাহসহ বাংলাদেশের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ তাশরিফ আনেন।
মাফিল শেষ হয় রাত ১২ টায় ওজানি মাদ্রাসার নাজেমে তালিমাত শাইখুল হাদিস আল্লামা মুফতি আবদুর রহমান সাহেবের বয়ান ও আখেরি মুনাজাত মাধ্যমে।

এই মাহফিলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান শুক্রবার সন্ধ্যার পর থেকে ফেনী সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত লালপোল সোলতানিয়া মাদ্রাসা চত্বরের বিশাল প্যান্ডেলে এসে সমবেত হন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!