একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কমিউনিটি ব্লাড সার্ভিস অব ফেঞ্চুগঞ্জ এর উদ্যেগে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় কচুয়া বহর পালবাড়ী চৌরাস্তা মোড়ে ব্লাড নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচির আয়োজন করা হয়। কমিউনিটি ব্লাড সার্ভিসের উদ্যেক্তা সাহেদুল ইসলাম চৌধুরী জাসলু, হাসান আহমদ চৌধুরী, সৈয়দ আসিফ হাসান, আলমগীর চৌধুরী, রফিকুল ইসলাম, জাহিদ হাসান মানিক, ফরহাদ মিয়া ও মো: রুহুল আমিনের উদ্যেগে এই ক্যাম্প অনুষ্টিত হয়।
দুপুরে ক্যাম্প পরিদর্শন ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি রাজ্জাক আহমেদ রাজা (রাজা সায়মন), ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক শহীদ আহমদ জুলহান চৌধুরী ও মারুফ চৌধুরী।
এই ব্লাড নির্ণয় ও রক্তদান উৎসাহিতকরণ কর্মসূচিতে সকাল ১০ থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত প্রায় ১০০ জনের উপরে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্ত দানের কার্ড সংগ্রহ করেন।