সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজে মাতৃভাষা দিবস পালন



বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে কলেজের পক্ষ থেকে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জাফর আহমদ। সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্ণিং বডির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আফম শামীম।

শিক্ষক রুহুল আমিনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, কলেজ গভর্ণিং বডির সদস্য তজমুল আলী, মখলিছুর রহমান, আতিকুর রহমান, শফিকুল হক চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক শ্যাম সুন্দর রায়, সিনিয়র শিক্ষক আতাউর রহমান, জেসমিন বেগম, রিপন বর্মণ, আফসার উদ্দিন, হাসান আহমদ, রুহুল আমিন, মামুদ মোস্তাদি খান, ইব্রাহিম মিয়া, রুহিনা বেগম, মাসুদা বেগম, সাদিকা বেগম, প্রভাষক জাকারিয়া টিপু, বাদশা লিটন, গউছ উদ্দিন, ইকবাল আহমদ, সাইদুল ইসলাম, এলিজা বেগম, রওশন জাহান মিলা, মেহেরুল ইসলাম, শিপন মিয়া, সমাজকর্মী আফজল হোসেন দারা প্রমুখ।

সভার শুরুতে প্রধান অতিথি শেখ জাফর আহমদকে ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয় স্কাউট দলের শিক্ষার্থীরা দেশাত্ববোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!