ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে ৭ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ তাদের প্রার্থীতা বাতিল করেন।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সুলতানা রাজিয়া ডলি, স্যায়িদুল আলম মুরাদ, ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম টিটু, বখতিয়ার হোসেন, সাহাদ মিয়া, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস বেগম ইকবাল ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহিনী বেগম।
এদের মধ্যে ঋণ খেলাফির নমিনি থাকার কারণে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস বেগম ইকবালের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। সনাক্ত কারি একজনের সাক্ষর না করার কারনে স্যায়িদুল আলম মুরাদের প্রার্থীতা বাতিল হয় বলে জানান। তবে তিনি আপিল করবেন বলে জানিয়েছেন। এছাড়াও নোটারী পাবলিক না করায় মোহিনী বেগমের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানা গেলেও বাকীদের মনোনয়ন বাতিলের কারণ জানা যায়নি।
উল্লেখ্য, আগামী তিন দিনের মধ্যে প্রার্থীতা বৈধ করতে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।