সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কোভিড-১৯: বৃটেনে শীর্ষ বিশেষজ্ঞ স্যার জেরেমি ফারার পদত্যাগ



উদ্বেগজনকভাবে করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেই পদত্যাগ করেছেন বৃটেনের সায়েন্টিফিক এডভাইজরি গ্রুপ ফর ইমার্জেন্সির (এসএজিই) শীর্ষ বিশেষজ্ঞ স্যার জেরেমি ফারার।

গত মাসে বৃটেনে উচ্চ হারে করোনা সংক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এরপর সরকারকে কথিত ‘ভ্যাক্সিন প্লাস’ পরিকল্পনা নিয়ে সামনে এগুলোর আহ্বান জানান। অনুরোধ করেন মুখে মাস্ক পরাসহ করোনা বিধিনিষেধের ‘প্লান বি’ প্রয়োগের। কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। এ অবস্থায় তিনি পদত্যাগ করে ক্লিনিক্যাল সায়েন্টিস্ট হিসেবে তার ভূমিকা রাখার প্রত্যয় ঘোষণা করেছেন।

জেরেমি ফারার মহামারিকালে সরকারের করোনা বিষয়ক উপদেষ্টা পরিষদের শীর্ষ স্থানীয় সদস্য ছিলেন। এমনিতে তিনি ওয়েলকাম ট্রাস্টের পরিচালক।

গভর্নমেন্ট অফিস ফর সায়েন্স এক বিবৃতিতে বলেছে, কোভিড এসএজিই কর্মকাণ্ড থেকে পদত্যাগ করেছেন স্যার জেরেমি। এ বিষয়টি আমরা নিশ্চিত করছি। এই পদক্ষেপের একেবারে শুরু থেকে তিনি যে অবদান রেখেছেন সে জন্য তাকে ধন্যবাদ। সূত্র: লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!