রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বালাগঞ্জের নবীন বরণ ও কার্যনির্বাহী কমিটি ঘোষণা



পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বালাগঞ্জ (পিইউএসএ,বি) এর উদ্যোগে নবীন বরণ ও ২য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২ জুলাই) দুপুরে বালাগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথমে দেশের বিভিন্ন পাবলিক ও মেডিকেল বিশ্ববিদ্যালয় ২০২০-২১ ও ২০২১-২২ সেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে নবগঠিত কমিটি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমাইয়া ফেরদৌস। পরে ১ম কার্যনির্বাহী কমিটির সদ্য বিদায়ী নেতৃবৃন্দের হাতে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সদ্যবিদায়ী সভাপতি জহির উদ্দিন বিজয়ের সভাপতিত্বে ও সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হিমেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –  বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমাইয়া ফেরদৌস, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন। কমিটির কার্যক্রম বাস্তবায়নে যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বাস দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে যাঁরা আছেন – সভাপতি আশরাফুল আলম ইমন (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি অ্যানিমেল এন্ড বায়োমেডিকেল সায়েন্সে অনুষদ (২০১৭-১৮ সেশন); সহসভাপতি আতিক আহসান ভূঁইয়া তানভীর (রাবি), মরিয়ম বেগম (এসওএমসি), জাহেদ আহমদ (শাবিপ্রবি), আকরাম হোসেন নাঈম (কুয়েট), সুদিপ্তা বণিক তৃষা (এসইসি); সাধারণ সম্পাদক দেবব্রত ধর অপু (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্যবসায় প্রশাসন বিভাগ, ২০১৮-১৯ সেশন); সহসাধারণ সম্পাদক- পার্থ চৌধুরী সৌম্য (কুয়েট); সাংগঠনিক সম্পাদক – মোন্তাসির বিল্লাহ আদনান (শাবিপ্রবি); সহসাংগঠনিক সম্পাদক – নাঈম আহমদ শুভ (শাবিপ্রবি); অর্থ সম্পাদক – মির্জা মো. জামান (বশেমুরবিপ্রবি); সহঅর্থ সম্পাদক- দিপীকা রাণী নাথ (বুয়েট); দপ্তর সম্পাদক- জুনায়েদ আহমদ সজিব (শাবিপ্রবি); সহদপ্তর সম্পাদক – পায়েল আহমদ (শাবিপ্রবি); প্রচার সম্পাদক – খাদিজা জাহান তান্নী (বশেমুরবিপ্রবি); ড্রাফটিং অ্যান্ড প্রকাশনা সম্পাদক – দীপ ধর (এসইসি); সহড্রাফটিং অ্যান্ড প্রকাশনা সম্পাদক- তৌশিতা তাহমিন ঐশী (সিকৃবি); তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক – আফসার আহমদ (জবি); সহতথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক – তাসনিম হক আঁখি (বশেফমুবিপ্রবি); সাংস্কৃতিক সম্পাদক – চন্দ্রিমা ভৌমিক পূজা (সিকৃবি); সহসাংস্কৃতিক সম্পাদক – নয়ন দেবনাথ প্রান্ত (শাবিপ্রবি); শিক্ষা সম্পাদক – জাফনুন আক্তার (ঢাবি); সহশিক্ষা সম্পাদক – হাবিবুর রহমান চয়ন (এসইসি); সমাজকল্যাণ সম্পাদক – সানজিদা নওরিন সুবর্ণা (শাবিপ্রবি); সহসমাজকল্যাণ সম্পাদক – নাঈমুর রহমান তারেক (শাবিপ্রবি); সেক্রেটারি অব সেমিনার্স- আজিজুর রহমান তামিম (এসইসি); সহসেক্রেটারি অব সেমিনার্স – শিহাবুল আলম সায়মন (চবি); ক্যাম্পাস এক্সিকিউটিভ – শ্রাবণী দাস পূর্ণ (সিকৃবি), ফাহমিদা ফারিহা (শাবিপ্রবি), মোয়াম্মার গালিব মাহদী(শাবিপ্রবি), খন্দকার সিদরাতুল মোন্তাহা (বশেমুরবিপ্রবি), মোস্তফা কামাল জুনেদ (এনএমসি), ফাতেমা খানম (শাবিপ্রবি), তানিয়া আহমেদ স্মৃতি (এসইসি), কমলিকা ধর (এসইসি), জামিল আহমেদ হাদী (শাবিপ্রবি), নাবিহা সুন্নাহ্ আমিনা (সিকৃবি), জামিল হোসেন নাহিম (জবি), মো. সাকিব নূর (এসইসি), ইত্তিলা দাস তিথি (শাবিপ্রবি)।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!