বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে শাহনূর চৌধুরী মেধাবৃত্তি প্রদান সম্পন্ন



বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের মধ্যে ১৩তম শাহনূর চৌধুরী মেধাবৃত্তির সনদ ও বৃত্তি প্রদান সম্পন্ন হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ১০জন শিক্ষার্থীকে বৃত্তির নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের
চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। প্রধান অতিথির বক্তৃতাকালে মোস্তাকুর
রহমান মফুর বলেন, জীবনের উন্নতির জন্য শিক্ষাগ্রহণের কোন বিকল্প নেই।
শাহনূর চৌধুরী মেধাবৃত্তি প্রবর্তক শাহনুর চৌধুরীর বিভিন্ন অবদান তুলে ধরে বলেন, তাঁর মত গুণীজনরা আমাদের সমাজের গৌরব। আজকের শিক্ষার্থীদের ভাল পড়ালেখা করে মানুষের মত মানুষ হতে হবে। তিনি শিক্ষার্থীদের নিজেদের মাতাপিতা, সমাজ ও দেশের প্রতি কর্তব্য এবং ভালোবাসার অঙ্গীকার নিয়ে বেড়ে উঠার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান। শিক্ষক রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ পরিচালনা কমিটি যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক, আজীবন দাতা সদস্য আহবাবুর রহমান মিরন,
আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ গভর্ণিংবডির সদস্য এনায়েতুর রহমান রাজু, আতিকুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল, শিক্ষক জাকারিয়া টিপু, রিপন চন্দ্র বর্মণ, আনোয়ার
হোসেন, হাসান আহমদ, সালেহ আহমদ, মাজহারুল ইসলাম, রুহিনা বেগম, মাসুদা
বেগম, শিক্ষানুরাগী বিজয় চৌধুরী।

অনুষ্ঠানে ২০১৯ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে ১০ম শ্রেণির শিক্ষার্থী আলিফা বেগম, রায়হান মিয়া, ৯ম শ্রেণির তামান্না বেগম, আসাদুর রহমান বাবলা ও তামান্না বেগম, ৮ম শ্রেণির সুনিয়া বেগম, রাহিব রায়হান
রেজু, ৭ম শ্রেণির রুমা বেগম, তাহের আহমদ ও নয়ন সরকার।

বৃত্তি প্রবর্তক শাহনূর চৌধুরী

উল্লেখ্য, বৃত্তি প্রবর্তক শাহনূর চৌধুরী বঙ্গবীর এমএজি ওসমানী মন্ত্রী থাকাকালে তাঁর এপিএস ছিলেন। তিনি বর্তমানে স্কটল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন। শাহনূর চৌধুরী তাঁর ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন যাবত এলাকার
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গরীব এবং মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে আসছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!