সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী জেলহাজতে



বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

৩ মার্চ (রোববার) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বালাগঞ্জ আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এই মামলার আসামীরা উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তীকালীন জামিনে ছিলেন।

জামিন নামঞ্জুর হওয়া নেতাকর্মীরা হলেন- বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ-সভাপতি সুরুজ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান ও ইউপি সদস্য রিয়াদ আহমদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬৩ জন নেতাকর্মী।

সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ খান জামাল সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়েরকৃত একটি সহিংসতার মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। রবিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!