বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বৃটেনে করোনাভাইরাসে তরুণীর মৃত্যু



বিশ্বের যে কয়েকটি দেশে করোনাভাইরাস ভয়ানক ভাবে ছড়িয়ে পড়েছে তার মধ্যে বৃটেন অন্যতম। বৃটেনে শুধু বয়স্ক মানুষ নয়, কম বয়সী মানুষ ‍ও এ রোগে আক্রান্ত হতে শুরু করেছেন। এমনকি কমবয়সী মানুষের মৃত্যুর খবর ও বৃটিশ সংবাদ মাধ্যম ইতোমধ্যে প্রকাশ করেছে। বুধবার (২৫ মার্চ) ২১ বছর বয়সী এক তরুণী মৃত্যুর খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ প্রকাশ করেছে।

ধারণা করা হচ্ছে নিহত এ তরণী দ্বিতীয় কম বয়সী কোন ব্যক্তি যিনি এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগে করোনাভাইরাসে বৃটেনে ১৮ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছিল। নিহত ২১ বছর বয়সী তরুণী ক্লয়ি মিডলটন বাকিংহামশায়ারারের হাই ওয়াইকমের বাসিন্দা।

ক্লয়ির মা ডায়ান মিডলটন এক ফেসবুক পোস্টে সবার উদ্দেশ্যে লিখেন, যারা মনে করছেন যে এটি কেবলমাত্র একটি ভাইরাস, তারা দয়া করে আবার চিন্তা করুন। তিনি বলেন, এই তথাকথিত ভাইরাসটি আমার ২১ বছরের কন্যার জীবন কেড়ে নিয়েছে।

এছাড়াও ক্লয়ির খালা এমিলি মিস্ত্রি বলেন, ক্লয়ি মিডলটনের কোনও স্বাস্থ্যগত সমস্যা ছিল না। এমন ঘটনার পর পরিবারের সকল প্রিয়জনরা অকল্পনীয় যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, বৃটেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আট হাজার ৭৭ জন, আর মারা গেছে ৪৩৭ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩৫ জন। আর বুধবার বিকেল পর্যন্ত এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে, ৪ লাখ ২৮ হাজার ২২০ জন আর মারা গেছে  ১৯ হাজার ১০১ জন। আর আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ নয় হাজার ২৪১ জন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!