দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বালাগঞ্জের দুই চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিস্কার করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। ৩ মার্চ (রোববার) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বহিস্কার হওয়া আলহাজ্জ্ব মোঃ আবদাল মিয়া সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য। তিনি বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এই উপজেলায় আরেক চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ গোলাম রব্বানী ও উপজেলা মহিলা দলের সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান প্রার্থী সেবু আক্তার মনিকেও বহিস্কার করা হয়েছে।