শনিবার, ৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বোয়ালজুড়ে গণসংযোগে মোস্তাকুর রহমান মফুর : এই নির্বাচন বালাগঞ্জবাসীর ঐতিহ্য রক্ষার নির্বাচন



আসন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জৈষ্ঠ রাজনীতিবিদ মোস্তাকুর রহমান মফুর বলেছেন- আসন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বালাগঞ্জবাসীর মান, সম্মান ও ঐতিহ্য রক্ষার নির্বাচন। তিনি এক প্রসঙ্গ টেনে বলেন আপনারা জানেন, রিফিওজিদের কাছে মানুষ তার মেয়েও বিয়ে দেয় না। এবারের নির্বাচনে আপনারা এমন ভাবে ভোট প্রয়োগ করবেন, যাতে আর কোনো রিফিওজি বালাগঞ্জে এসে নির্বাচন করার সাহস না পায়। আমরা যদি কোনো রিফিওজিকে ভোট দিয়ে নির্বাচন করি তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এক কলঙ্কজনক অধ্যায় রেখে যাব। তাই আগামী ১৮ মার্চের উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করুন।

তিনি নৌকা মার্কার সমর্থনে দিনব্যাপী উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ কালে উপরোক্ত কথা গুলো বলেন।
সোমবার (৪ মার্চ) সকাল ১০:০০টা থেকে উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের মকবেলপুর, মোহাম্মদপুর, নশির পুর, চান্দাইরপাড়া, বাঙ্গালীয়া, কালীবাড়ি বাজার, লক্ষীপুর বাজার, মুকুন্দ বাজার, মনোহরপুর এলাকায় এ পৃথক পৃথক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

নৌকা মার্কার পৃথক পৃথক এ পথসভা ও গণসংযোগে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক এম এ মতিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুল ইসলাম লুকুছ, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক এম এ মালেক, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, বোয়ালজুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক হারুনুর রশীদ, বোয়ালজুড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুজ্জামান চৌধুরী বাছা, বালাগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া মেম্বার, আওয়ামীলীগ নেতা মো: মাশুক আলী, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল আলম, যুগ্ন-আহবায়ক জুনেদ মিয়া, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিমাংশু রঞ্জন দাশ, পূর্ব পৈলন পুর ইউপি চেয়ারম্যান এম এ মতিন, সাংবাদিক রজত দাশ ভূলন, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, আওয়ামীলীগ নেতা শাহ আলম সজীব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমির আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তুহিন মনসুর, প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকীব জুয়েল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল আহমদ, সাধারন সম্পাদক রুবেল আহমদ, ছাত্রলীগ নেতা এ কে টুটুল, মন্টু সূত্রধর সহ বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!