শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে জরিপে এগিয়ে সাংবাদিক শাব্বীর এলাহী



শাব্বীর এলাহী

দেশের পঞ্চম উপজেলা নির্বাচন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দ্বিতীয় ধাপে ১৮ তারিখ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ব্যাংক ঋণ খেলাপি থাকার কারণে এ নির্বাচনে বাদ পড়েছেন কয়েকজন প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে বর্তমানে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন চারজন। বর্তমান ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, সাংবাদিক শাব্বীর এলাহী, রামভজন কৈরী ও আব্দুল মঈন ফারুক। তবে সাংবাদিক শাব্বীর এলাহীর নামটাশুনা যাচ্ছে খুব জোরে সুরেই। শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসন থেকে নির্বাচিত সাবেক এমএনএ এমপি মরহুম এম ইলিয়াস আলীর নিকটাত্মীয় ভাগিনা ও আদমপুর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান এমএ সবুর এর সন্তান এই সাংবাদিক শাব্বীর এলাহী।

তিনি একজন সৎ, নিষ্টাবান সমাজকর্মী ও একজন সাদা মনের মানুষ। বাবার আদর্শ অনুকরণ করে মানুষের সুখ,দুঃখে পাশে থাকেন। খবর পেলেই সহযোগীতার হাত বাড়িয়ে দেন নির্লোভ সদালাপী, সহজসরল খ্যাত শাব্বীর এলাহী। দীর্ঘ দিন ধরে সাংবাদিকতায় পেশায় জড়িত রয়েছেন তিনি। আছেন কমলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি পদে।

কমলগঞ্জের সকল মহলেই তিনি পরিচিত। আওয়ামী লীগ ঘরনার মানুষও তিনি। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এবার তাকে ঘিরেই আলাপ-আলোচনা চলছে বেশি।

শাব্বীর এলাহি আলাপকালে বলেন, আমি গরীব দুঃখি মানুষের কল্যাণে তাদের পাশে থাকতে চাই। তাই আগামি ১৮ তারিখ সারাদিন চশমা মার্কায় ভোট দিয়ে ন্যায়ের পক্ষে কথা বলার সুযোগ দিন। আমি আমার জীবনের প্রথম সোনালী দিনগুলো এই উপজেলাবাসীর সাতে কাটিয়েছি শেষ জীবনটাও এখানে কাটাতে চাই।

এদিকে, কমলগঞ্জ উপজেলার আনাছে-কানাছে এমনকি চায়ের দোকান রেস্টুরেন্ট সহ সর্বত্রই বইছে এখন উপজেলা নির্বাচনের হাওয়া। আর এই হাওয়ার সাথে যেন মিশে গেছেন সাংবাদিক শাব্বীর এলাহী। সব জায়গায় এখন তিনি আলাপ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এ উপজেলায়। উপজেলাবাসীর ধারণা তিনি বিপুল ভোটে এই উপজেলায় নির্বাচিত হবেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!