সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দেওয়ানবাজারে নৌকা মার্কার সমর্থনে পৃথক কর্মীসভা অনুষ্ঠিত



বালাগঞ্জ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুরের নৌকা মার্কার সমর্থনে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বিভিন্নস্থানে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (০৪ মার্চ) সন্ধ্যায় ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় নশিওরপুর গ্রামে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এছাড়া রাতে ৮নং ওয়ার্ডবাসীর উদ্যোগে পৃথক এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

নশিওরপুর গ্রামের অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী এমএ মালেক। সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সাইস্তা মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সালেহ, দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সহ-সভাপতি আব্দুল শাহাদাত রুকন, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, যুবলীগ নেতা রেজওয়ান আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আহমদ আলী, সাবেক ছাত্রলীগ নেতা শিহাবুল ইসলাম অনিক প্রমুখ।

এছাড়া ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সালেহ, সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল হক পান্না, শিহাবুল ইসলাম অনিক, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!