রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি নির্বাচনে আসেনি: হাবিবুর রহমান হাবিব



সিলেট – ৩ আসনের উপনির্বাচনে নৌকা তথা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই বিএনপি নির্বাচনে আসেনি। তাদের নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান করোনা পরিস্থিতি বিশ্ব যখন হিমশিম খাচ্ছে, অনেক দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, সেখানে জননেত্রী, প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। নেত্রী বিশ্বাস করে নৌকা আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনাদের সহযোগিতায় নির্বাচিত হয়ে তুলনামুলকভাবে পিছিয়ে পড়া বালাগঞ্জের সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই।

তিনি মঙ্গলবার (১৫ জুন) বিকেলে বালাগঞ্জ উপজেলা সদরে দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে সংক্ষিপ্ত পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।

বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর মফুরের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়া চেয়ারম্যানের পরিচালনায় পথসভায় অনুষ্ঠিত এ সভায় বক্তৃতা করেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমএ মতিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামছ উদ্দিন সামছ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব এম এ মালেক, উপজেলা যুবলীগ নেতা আইনুল আহমেদ রুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল
প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!