ঈদ মানে ইচ্ছে করে
ঈদের নামাজ পড়তে।
ঈদ মানে ইচ্ছে করে
বাজির সাথে বাজতে।
ঈদ মানে ইচ্ছে করে
অনেক জায়গা ঘুরতে।
ঈদ মানে ইচ্ছে করে
গানের সাথে নাচতে।
ঈদ মানে ইচ্ছে করে
নতুন জামা পরতে।
ঈদ মানে ইচ্ছে করে
বিরিয়ানি পোলাও খাইতে
ঈদ মানে ইচ্ছে করে
বিকালে যাই পার্কে।
ঈদ মানে ইচ্ছে করে
সবার সাথে থাকতে।