মো: সামসুদ্দিন আহমদ।। দক্ষিণ সুরমায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে দক্ষিণ সুরমাস্থ কদমতলীতে তিনি এ টার্মিনালের উদ্বোধন করেন।
এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, ট্রাক বা বাস চালকরা এখানে বিশ্রাম করে কাজে বের হতে পারেন এ জন্য এই প্রকল্প নির্মাণ করা হয়েছে। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে এই টার্মিনাল নির্মাণ করা হয়েছে।
তিনি আরও বলেন- এই ধরণের কাজ আমাদের শহরে যত বেশি হবে আমাদের সিলেটবাসীর জন্য আরও মঙ্গল হবে। আপনারা যত পারেন প্রকল্প দেন, আপনাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন – সিসিক কাউন্সিলর রেজুওয়ান আহমদ, তৌফিক বক্স লিপন, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজ প্রমুখ।