শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অমর তুমি শেখ রাসেল : কামনা ইসলাম



আবার তুমি আসবে ফিরে
সোনার বাংলার ঘরে
রাজার মুকুট সরিয়ে রেখে
গরীব মায়ের কোলে।

রাসেল তুমি ছোট্ট ছেলে
মারলো কোন দোষে
প্রাণ ভিক্ষা দেয়নি তোমায়
দিয়েছে বুলেট বুকে।

বইয়ের পাতায় পড়েছি আমি
শুনেছি লোক মুখে
প্রাণ ভিক্ষা চেয়েছিলে
পা দুটি হাত দিয়ে।

তোমায় ভালোবাসতে আমার
ইচ্ছে জাগে মনে
মাটির ঘরে আছো তুমি
বেহেশতের ই কোনে।

সবুজ বাংলার সবুজ বনে
গেছো তুমি মিশে
রাসেল নামটি বসিয়ে রেখেছি
মনের সিংহাসনে।

আলোর প্রদীপ হাতে নিয়ে
এসেছিলে ভবে
শেখ পরিবার আলো করে
তুমি ই রেখেছিলে।

গোপালগঞ্জের ছোট্ট গ্রাম
টুঙ্গিপাড়া নাম
বিশ্বের মাঝে এখন তার
অনেক বড় দাম।

হামা- গুড়ি দিতে তুমি
যে ঘরটার মাঝে
সেই ঘরটা আছে এখন
জাদুর বাক্স সেজে।

হৃদয় মাঝে আছে আমার
অনেক কথা জমা
তোমার ঘাতক পরজনমেও
পাবেনা জানি ক্ষমা।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!