বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজ গভর্ণিং বডির অভিভাবক সদস্য নির্বাচন আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে গত ০১ ফেব্রুয়ারি এ সংক্রান্ত নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী ৬, ৭ এবং ৮ ফেব্রুয়ারি অফিস চলাকালিন (০৩ কার্য দিবস) মনোনয়নপত্র গ্রহণ ও জমাদান, ০৯ ফেব্রুয়ারি (বিকাল ৩টা) মনোনয়নপত্র বাছাই এবং ১২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ঘোষণা করা হয়েছে।
সব শেষে ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকে এ তফসিল ঘোষণা করা হয়েছে। (স্মারক নং: উমাশিঅ/ বালা-সি/ ২০৩-৪/ ২০২০/ ৩৩ (৭)।