শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের শিওরখালে প্রবাসীদের অর্থায়নে সড়ক পাকাকরণ



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামে ৩লক্ষাধিক টাকা ব্যয়ে প্রবাসীদের অর্থায়নে সড়ক পাকাকরণ করা হয়েছে। যুক্তরাজ্যসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসরত গ্রামের প্রবাসীদের সংগঠন শিওরখাল ওয়ান কমিউনিটি ইউকে’র উদ্যোগে গত রোববার (১৪ মার্চ) হাজী মনোহর খানের বাড়ির সামন থেকে দক্ষিণ দিকে শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক পর্যন্ত সাড়ে ৭শ ফুট সড়ক পাকাকরণ করা হয়। সড়ক পাকাকরণ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহাদ্দিছ মাওলানা আব্দুর রহমান কলুমা।

সড়ক পাকাকরণ কাজে অর্থায়ন করেছেন শিওরখাল ওয়ান কমিউনিটি ইউকে’র সভাপতি হাজী মোহাম্মদ আজাদ খাঁন, সহ-সভাপতি হাজী আরজু মিয়া, হাজী আকতার আলী, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শাহাব উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হাজী শামীম খাঁন, মোহাম্মদ ইকবাল খাঁন, অর্থ সম্পাদক আব্দুল বারী, সহ অর্থ সম্পাদক হাজী মোহাম্মদ মাহবুব খাঁন, সাংগঠনিক সম্পাদক আনহার আলী, প্রচার সম্পাদক বদরুল খাঁন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুজাহিদ খাঁন, কার্যকরী সদস্য মো. সাদিকুল ইসলাম, আনছার আলী, আলম খাঁন, বাবুল খাঁন, আব্দুল মুকিত সেজু, পর্তুগাল প্রবাসী হাজী তুরন খাঁন, যুক্তরাজ্য প্রবাসী গিয়াস মিয়া, আব্দুল জব্বার, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ইলিয়াস মিয়া, হারুন মিয়া, কুতুবুল আলম, সেলিম মিয়া, মশকুর রহমান, ক্যাপ্টেন, আব্দুল আহাদ, আব্দুস সালাম, আব্দুল মফুর, খালিছ মিয়া, মাওলানা সাইফুল ইসলাম, আব্দুল মুহিব, আব্দুল কাইয়ুম, দুলাল মিয়া, ইয়াবর মিয়া, সৌদি আরব প্রবাসী রুমেল মিয়া, মাওলানা হাবিবুর রহমান নানু, শামীম তালুকদার, কামাল হোসেন, মিজানুর রহমান, ফয়জুর রহমান, গ্রামবাসী আবুল হোসেন, মো. সৈদুর রহমান, সাকিবুর রহমান শাফি প্রমুখ। পাকাকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মুরুব্বী হাজী মনোহর খান, হাজী ইসকন্দর আলী, হাজী আব্দুল ওয়াহিদ, হাজী রুস্তম আলী, হাজী নছিব উল্লাহ, হাজী ইরন খান, হাজী হারিছ আলী, রজব আলী, হাজী সোনাওর খান, হাজী বাহরাম খান, আব্দুল গফ্ফার, ইরন খান, ছমির আলী, আসলম খান, আব্দুশ শহীদ খান, আব্দুল হামিদ, আতিকুল ইসলাম, নূরুল ইসলাম, আতাউর রহমান, শুকুর আলী, আমিরুল ইসলাম জিতু, নেফুর আলী, আলমগীর হোসেন, হাবিবুর রহমান, আব্দুর রুপ, কামিল আহমদ, আছকির আলী, মইনুল ইসলাম, ফাহিম খান, খায়রুল ইসলাম, নজির মিয়া, সামছুল খান প্রমুখ উপস্থিত ছিলেন। সড়ক পাকাকরণের জন্য গ্রামবাসী প্রবাসীদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, শিওরখাল গ্রামের সার্বিক উন্নয়নের লক্ষে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে ২০১৯ সালের ২৯জানুয়ারি ‘শিওরখাল ওয়ান কমিউনিটি ইউকে’ গঠন করা হয়। এরপর ২০১৯ সালের ২৮মার্চ সৌদি আরব এবং ৩১ মার্চ সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের সমন্বয়ে ‘শিওরখাল ওয়ান কমিউনিটি’ গঠন করা হয়। সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে ২০১৯ সালের ১০আগস্ট ১ম ধাপে শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাদরাসা বাজার সড়ক থেকে পশ্চিমমুখি প্রায় সাড়ে ৩শ ফুট সড়ক পাকাকরণ করা হয়। পরবর্তীতে ২য় ধাপে ২০২০ সালের ১৬জানুয়ারি গ্রামের হাজী বাহাদুর খানের বাড়ি সংলগ্ন উত্তরের সড়ক থেকে শিওরখাল উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন মনোহর খানের বাড়ি পর্যন্ত প্রায় ১২শ ফুট সড়ক পাকাকরণ করা হয়। সর্বশেষ আজ রোববার (১৪ মার্চ) ৩য় পর্যায়ের সড়ক পাকাকরণ কাজ সম্পন্ন হয়েছে। প্রবাসীদের এ সংগঠন ইতোমধ্যে করোনাভাইরাসের দুর্যোগময় সময়ে গ্রামের সুবিধা পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে। সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী রমজান মাসেও সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রবাসী নেতৃবৃন্দ শিওরখাল গ্রামবাসী তথা দেশবাসীর দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!