বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

এমপি সামাদ চৌধুরী তাঁর কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন : শফি চৌধুরী



সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন- মরহুম এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর মধ্যে তাঁর কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন। তাঁর মৃত্যুতে এই অঞ্চলের মানুষ একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতা হারালো! এমপি সামাদ চৌধুরী’র শূণ্যতা সহজে পূরণ হবার নয়।

তিনি আরো বলেন- এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও নিরলসভাবে কাজ করে গেছেন।

শনিবার (১৩ মার্চ) দক্ষিণ সুরমার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ আয়োজিত মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপির স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কলেজ অধ্যক্ষ আমিরুল আলম খানের সভাপতিত্বে এবং সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কলেজ গভর্ণিং বডির সদস্য সিরাজুল ইসলাম এবং সাংবাদিক ও ব্যাংকার রাজু আহমেদ।

শোক সভায় কলেজের শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!