শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমা থেকে এক যুবকের লাশ উদ্ধার!



দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশে থেকে দুমড়ানো- মুচড়ানো অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশের ধারণা সড়ক দূর্ঘটনায় ঐ যুবকের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়- আজ শনিবার সকাল ৮টার দিকে সিলেট- সুনামগঞ্জ বাইপাস সড়কের দক্ষিণ সুরমাস্থ মোল্লারগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্র অনুযায়ী যুবকের নাম তাজগীর আহমদ (২৩)। তিনি বিশ্বনাথ থানার কেশবপুর গৌরিশঙ্কর গ্রামের মকবুল আহমদের ছেলে।

লাশের পাশ থেকে উদ্ধার করা মোটরসাইকেলটির নাম্বার হচ্ছে সিলেট হ ১৪-১৬৭৬। লাশের মুখ তেতলে গেছে। মাথা ও শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!