সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় ডা. দুলাল চৌধুরীর গণসংযোগ, শুভেচ্ছা বিনিময়




আসন্ন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র মহাসচিব, প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসক (প্রকৃচি) কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল টানা ২য় দিনের মত গত বৃহস্পতিবার (২০ মে) বিকালে দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি, সিলাম ও জালালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এর আগে গত বুধবার (১৯ মে) তিনি লালাবাজার, বরইকান্দি ও কুচাই ইউনিয়নে দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর সাথে গণসংযোগ ও মতবিনিময় করেন। গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি করোনাভাইরাস প্রতিরোগে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেন।

এদিকে গত বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যায় ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুরস্থ উপজেলা চেয়ারম্যান আবু জাহিদের বাড়িতে এ মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!