বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বালাগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে। গত শনিবার সকালে বালাগঞ্জ মদন মোহন জীউর আশ্রমে ভোর ৪টায় মঙ্গল আরতি, ৭ টায় বাল্যভোগ, ১০টায় ভাগবতীয় আলোচনা, সাড়ে ১২টায় জগন্নাথ দেবের মহিমা কীর্ত্তন, সাড়ে ৩টায় মহাপ্রসাদ বিতরণ, সাড়ে ৫টায় শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও শুভদ্রা মহারাণীর বর্ণাঢ্য রথযাত্রা, ৭টায় গৌর সুন্দর আরতির মধ্য দিয়ে সম্পন্ন করা হয়।
আনুষ্ঠানিকভাবে বিকাল ৫টায় বর্ণাঢ্য রথযাত্রার প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পূজা পরিষদের সদস্য পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বণিক, সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বীরেন্দ্র কুমার দাস, সিলেট জেলা কীর্ত্তন কমিটির সভাপতি রতীশ চন্দ্র দাশ, সিলেট জেলা সচিব সমিতির সভাপতি রঙ্গেশ কুমার দাস, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন চন্দ্র সরকার, বালাগঞ্জ থানার এস.আই অপু কুমার দাস গুপ্ত, জিতেন্দ্র কুমার বৈষ্ণব, বালাগঞ্জ সার্বজনীন কীর্ত্তন কমিটির সভাপতি শিবুল চন্দ্র দাস, বালাগঞ্জ ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি প্রদীপ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক পুলক দাস দুরন্ত, ব্যবসায়ী রঞ্জিত সিংহ, ডাঃ দিপক রঞ্জন চক্রবর্ত্তী, অরুন কুমার দে, অমূল্য দাস, অজিত কুমার দে, প্রদীপ দেব, শান্ত লাল দাস সহ মন্দির উন্নয়ন সংস্থার সদস্যসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত শোভাযাত্রায় ব্যাপক সংখ্যক ভক্তের সমাগম ঘটে। শোভাযাত্রাটি মদন মোহন আশ্রম থেকে শুরু হয়ে পূর্ব বাজার, পশ্চিম বাজার, বাসস্ট্যান্ড, নবীনগর হয়ে আবার মদন মোহন আশ্রমে এসে শেষ হয়। ভাগবতীয় আলোচনা কীর্ত্তনী রতীশ চন্দ্র দাস, কীর্ত্তন পরিবেশন করেন ছোট হরিমোহন দাস, গৌর সুন্দর আরতি পরিবেশন করেন দ্বিজহরি দাস বৈষ্ণব।